লক্ষ্মীপুরে লকডাউনে নির্দেশনা অমান্য করায় ৪১৪ মামলা

লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ৬ জুলাই ২০২১, ০৫:২১

লক্ষ্মীপুরে লকডাউনে নির্দেশনা অমান্য করায় ৪১৪ মামলা

লক্ষ্মীপুরে ৫ম দিনের লকডাউনে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। লকডাউন বাস্তবায়ন করতে জেলার পাঁচটি উপজেলার (সদর, রামগতি, কমলনগর, রায়পুর ও রামগঞ্জ) বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে ১৮টি ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রয়েছে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও বিজিবি।

জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ জানান, সরকারের নির্দেশনা অমান্য করে রাস্তায় ঘোরাফেরা, দোকান খোলা, সড়কে যানবাহন পরিচালনা করায় এ পর্যন্ত ৪১৪টি পৃথক পৃথক মামলায় ৩ লাখ ৭৩ হাজার ৭শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top