লকডাউনের ৫ম দিনে হিলিতে ভ্রাম্যমাণ আদালতের মামলা ও জরিমানা
হিলি থেকে | প্রকাশিত: ৬ জুলাই ২০২১, ০৫:৪৪
চলমান লকডাউনের পঞ্চম দিনে দিনাজপুরের হাকিমপুর, হিলিতে স্বাস্থ্যবিধি না মানা, সরকারি বিধিনিষেধ অমান্য করাসহ নির্ধারিত সময়ের পরে দোকান খোলা রাখার অপরাধে ১৪ জনকে ২৭০০ টাকা, ভুয়া ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা কাজে নিয়োজিত থাকায় ১ জনকে ২০০০ টাকা জরিমানা ও ২ দুই জন মাদক সেবনকারীকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (০৫ জুলাই) পৌর এলাকা, সাতকুড়ি, মংলা বাজার, ও ডাংঙ্গাপাড়া এলাকায় পুলিশ ও বিজিবি সদস্যদের সঙ্গে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম তাদের এই জরিমানা ও কারাদন্ড প্রদান করেন।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বলেন, হিলিতে দিন দিন করোনা সংক্রামণের হার বৃদ্ধি পাচ্ছে। এমন অবস্থায় চলমান কঠোর লকডাউন এর শুরু থেকে করোনার সংক্রামণ রোধে সরকারি নির্দেশনা মানা, স্বাস্থ্য বিধি নিশ্চিত ও মাস্ক ব্যবহারে বাধ্য করাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও মামলা অব্যাহত রয়েছে।
তিনি আরো বলেন, অভিযান চলাকালীন সময়ে পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন এলাকায়, চলমান লকডাউন এর বিধিনিষেধ না মানা, নির্ধারিত সময়ের পরে দোকান খোলা রাখা, স্বাস্থ্যবিধি না মানায় ০৮ টি মামলায় ১৪ জনকে দুই হাজার সাতশত টাকা জরিমানা এবং উপজেলার ডাংগাপাড়া বাজারে মেসার্স কোবাদ ফার্মেসির স্বত্বাধিকারী ডাঃ মোঃ শফিকুল ইসলামকে ভুয়া ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা কাজে নিয়োজিত থাকার অপরাধে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: হিলি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।