করোনা আক্রান্তে মারা গেলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইউনুস আলী

পাবনার ঈশ্বরদী থেকে | প্রকাশিত: ৬ জুলাই ২০২১, ০৬:১১

করোনা আক্রান্তে মারা গেলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইউনুস আলী

পাবনার ঈশ্বরদীর মাহবুব আহমেদ খান সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মহাপরিচালক ইউনুস আলী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে তিনি মারা যান। বয়স হয়েছিল ৬৯ বছর।

ইউনুস আলী ঈশ্বরদী সাংস্কৃতিক অঙ্গনে একজন অভিভাবক তুল্য সংগীত শিক্ষক, ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের সাবেক সাংস্কৃতিক সম্পাদকসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে তিনি জড়িত ছিলেন। রূপপুর সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর তিনি আজীবন উপদেষ্টা। পারিবার সুত্রে জানা যায়, করোনা আক্রান্তের পর তাঁকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে সোমবার দুপুরে তিনি মারা যান। তাঁর ছেলে হিল্লোল বলেন, পারিবারিক সিদ্ধান্তের পর জানাজার স্থান ও সময় পরে জানানো হবে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top