ঈশ্বরদীতে খাদ্য সহায়তা পেলো একশো পরিবহন শ্রমিক
পাবনার ঈশ্বরদী থেকে | প্রকাশিত: ৬ জুলাই ২০২১, ২১:৪৮
পাবনার ঈশ্বরদীতে করোনাকালে ক্ষতিগ্রস্ত কর্মহীন পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। সোমবার বিকালে পৌর শহরের খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে তাদের হাতে এ সহায়তা তুলে দেয়া হয়।
সারা দেশে চলা কঠোর বিধিনিষেধে কর্মহীন হয়ে পরিবহন শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় ১০০ জন পরিবহন শ্রমিকের মাঝে সহায়তা প্রদান করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবণ।
এ সময় ঈশ্বরদী পৌর সভার মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম, উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আলতাব হোসেন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ও লাইন সম্পাদক বিপ্লব কুমার কর্মকার উপস্থিত ছিলেন।
এতে ইউএনও ইমরুল কায়েস বলেন, করোনা সংক্রমণ রোধকল্পে সরকারের ঘোষিত লকডাউনের কারণে যে সমস্ত পেশাজীবী মানুষ কর্মহীন হয়ে নানারকম সমস্যায় জর্জরিত হয়ে কষ্টে দিনযাপন করছেন তাদের সহায়তায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় মানুষদের তালিকা করা হয়। তালিকা অনুযায়ী সকলেই খাদ্য সহায়তা দেওয়া হলো।
মেয়র ইছাহক আলী মালিথা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার নির্দেশনা অনুযায়ী কোন মানুষ যাতে খাদ্যকষ্টে না পড়েন তার জন্য প্রতিদিন এই সহায়তা প্রদান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, করোনার সংক্রমণ সময়ে আপনারা সরকারের নির্দেশনা মেনে ঘরে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। জরুরী প্রয়োজনে ঘরের বাইরে এলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। যেকোনো প্রয়োজনে ঈশ্বরদী পৌরসভা আপনাদের সঙ্গে থাকবে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: পাবনার ঈশ্বরদী
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।