সৈয়দপুরের প্রতিবন্ধী ফেরিওয়ালার পাশে দাঁড়ালেন যুবলীগ নেতা ফিরোজ

নীলফামারী থেকে | প্রকাশিত: ৭ জুলাই ২০২১, ০৪:৫০

সৈয়দপুরের সেই প্রতিবন্ধী ফেরিওয়ালার পাশে দাঁড়ালেন যুবলীগ নেতা ফিরোজ

নীলফামারীর সৈয়দপুরে দিনেদুপুরে প্রতিবন্ধী ফেরিওয়ালা ভুট্টু পারভেজ টাকা ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় থানায় একটি মামলা হয়েছে। মঙ্গলবার (৬ জুলাই) সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আতাউর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ছিনতাইকারীদের গ্রেফতারে মাঠে পুলিশ কাজ করছে। আমরা দ্রুত ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে সক্ষম হবো। এদিকে তিন সদস্যের পরিবারের একমাত্র উপার্জনশীল ওই প্রতিবন্ধী যুবকের টাকা ছিনতাই হওয়ায় অনাহারে রাত্রি যাপনের খবরে সহযোগিতার হাত বাড়িয়েছেন স্থানীয় যুবলীগ নেতা মোস্তফা ফিরোজ। তিনি মঙ্গলবার সকালে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে প্রতিবন্ধী যুবকের হাতে ব্যবসার মূলধন হিসেবে ৪ হাজার টাকা তুলে দেন।

প্রসঙ্গত, সৈয়দপুর শহরের মুন্সিপাড়া এলাকার গোলাম মোস্তফা’র শারীরিক প্রতিবন্ধী ছেলে ভুট্টু পারভেজ (৩২) ক্ষুদ্র ব্যবসায়ী। সে হুইল চেয়ারে করে শহরতলীর বিভিন্ন মুদি দোকানে মালামাল পাইকারি বিক্রি করতো। রবিবার বিকেলে শহরের ঢেলাপীর হাটে মালামাল বিক্রি করে বাইপাস মহাসড়ক দিয়ে বাড়ি ফিরছিল। ওই পথে রেলক্রসিংয়ের সামনে এলে মাস্ক পড়া তিন যুবক ধারালো ছুরি দেখিয়ে পথরোধ করে এবং তার কাছে থাকা ব্যবসার ২৭শ’ টাকা ছিনিয়ে নেয়।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top