খুলনায় করোনায় আরও ২২ জনের মৃত্যু
খুলনা থেকে | প্রকাশিত: ৮ জুলাই ২০২১, ২১:৫৭
খুলনার চার হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ও করোনার উপসর্গ নিয়ে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। গেল ২৪ ঘণ্টায় নগরীর চারটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এরমধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে মারা গেছে ৯ জন, বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৮ জন ও জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ২ জন ও শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ৩ জনের মৃত্যু হয়েছে।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে এই ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন থাকা ১৯৩ জনের মধ্যে ১২৯ জন রেড জোনে, ২৫ জন ইয়ালো জোনে, ১৯ জন আইসিইউতে আছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩২ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫১ জন।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: খুলনা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।