প্রিয়জনের খবর পেতে স্বজনদের অপেক্ষা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ জুলাই ২০২১, ১৭:৪৪

প্রিয়জনের খবর পেতে স্বজনদের অপেক্ষা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সেজান জুস কারখানায় আগুন লাগার ১৩ ঘণ্টা পার হলেও নিয়ন্ত্রণে আসেনি।

অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে এবং কারখানার ভেতরে আটকে থাকা কেউ আর জীবিত নেই বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। এদিকে প্রিয়জনকে জীবিত অথবা মৃত ফিরিয়ে নিতে রাতভর অপেক্ষার পর সকালেও কারখানার বাইরে স্বজনরা অপেক্ষা করছেন।

তাদের দাবি, ভেতরে শতাধিক শ্রমিক আটকে আছেন এখনো, যাদের বাঁচার সম্ভাবনা ক্ষীণ।

শুক্রবার (০৯ জুলাই) সকাল সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ডেমরা, কাঞ্চনসহ ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

অপেক্ষারত স্বজনরা জানান, সারারাত অপেক্ষা করেছি এখনো করছি জীবিত না পেলেও যেন লাশ পাই। এখন অপেক্ষা ছাড়া আর কিছুই করার নেই।

এদিকে অনেকেই ছাদ থেকে লাফিয়ে পড়ে বাঁচার চেষ্টা করে গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের অনেককেই স্থানীয় হাসপাতালের পাশাপাশি ঢাকা মেডিক্যালসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

এনএফ৭১/আরএইচ/২০২১ঠ




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top