সজীব গ্রুপের চেয়ারম্যান-এমডিসহ আটক ৮

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ জুলাই ২০২১, ২২:৫০

সজীব গ্রুপের চেয়ারম্যান-এমডিসহ আটক ৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় আগুন লাগার ঘটনায় সজীব গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসেম ও এমডি সজীবসহ ৮ জনকে আটক করা হয়েছে।

শনিবার (১০ জুলাই) ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তাদের আটকের বিষয়টি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মন্ত্রী বলেন, সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সজীব গ্রুপের চেয়ারম্যান ও এমডিসহ আটজনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও মামলা হয়নি। এ ঘটনায় দায়ী কাউকে ছাড় দেওয়া হবে না।

তবে কখন ও কোথা থেকে তাদের আটক করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

গত বৃহস্পতিবার বিকালে রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত সেজান গ্রুপের ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। আগুনে বৃহস্পতিবার দুজনের মৃত্যু হয়। একজনের মৃত্যু হয় ভবন থেকে লাফিয়ে পড়ে। গতকাল শুক্রবার উদ্ধার করা হয় আরও ৪৯ লাশ। তাদের নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ৫২ জনে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top