হবিগঞ্জে সরকারি চাউল পাচারকালে একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ

হবিগঞ্জ থেকে | প্রকাশিত: ১১ জুলাই ২০২১, ০৪:৪২

হবিগঞ্জে সরকারি চাউল পাচারকালে একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ

টমটম যোগে সরকারি ত্রাণের চাউল পাচার কালে আজিজ (৩২) নামের একজনকে আটক করে আদালতে সোপর্দ করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। ৯ জুলাই সন্ধ্যা সাড়ে ছয়টায় হবিগঞ্জ শহরের ছোট বহুলার রাস্তার মোড় নামক স্থান থেকে ৩৬০ কেজি চাউল সহ তাকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আল আমিন জানান, শুক্রবার সন্ধ্যায় সরকারি ত্রাণের চাউল পাচারের গোপন সংবাদ আসে। তখন তার নেতৃত্বে এসআই মাহমুদুল হাসান, এসআই শেখ আলী আজহার সহ একদল গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করেন। অভিযানে শহরের মজনু মিয়ার দোকানের সামনে টমটম আটক করে তল্লাশি করে চারটি প্রেশ ময়দার প্লাস্টিকের বস্তার ভিতরে খাদ্য অধিদপ্তরের মনোগ্রাম যুক্ত চাউল ভর্তি বস্তা পান।

এ সময় টমটমে ড্রাইভারের পাশের সিটে বসা আজিজ পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে গ্রেফতার করে। এসআই মাহমুদুল হাসান আটককৃত চালগুলো জব্দ করে ডিবি কার্যালয়ে নিয়ে যান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিজ পাচারের দায় স্বীকার এবং ঘটনার সঙ্গে জড়িত আরও ২/৩ জনের নাম প্রকাশ করে। পরদিন তাকে আদালতে সোপর্দ করা হয়।পাচারকারী আজিজুল ইসলাম আজিজ সদর উপজেলার লোকড়া (বাগবাড়ী) গ্রামের আইয়ুব আলীর পুত্র।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: হবিগঞ্জ


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top