মুকসুদপুরে খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রি

গোপালগঞ্জের মুকসুদপুর থেকে | প্রকাশিত: ১১ জুলাই ২০২১, ২৩:৫৬

মুকসুদপুরে খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রি

করোনা পরিস্থিতি মোকাবিলায় ও পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ- টিসিবি। গোপালগঞ্জের মুকসুদপুরে ১টি ট্র্যাকে তিনটি পণ্য বিক্রি করছে এ সংস্থা।

রোববার (১১ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে মুকসুদপুর পৌরসভার কমলাপুর বাস স্ট্যান্ডে টিসিবির ডিলার জেবিন এন্টারপ্রাইজ তিনটি পণ্য বিক্রি করেছে। প্রতি কেজি চিনি ও মসুর ডাল বিক্রি হচ্ছে ৫৫ টাকা দরে সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা। খানিকটা বিড়ম্বনা হলেও কম দামে ভালো মানের পণ্য পাওয়ায় খুশি ক্রেতারা।

টিসিবির ডিলার জেবিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মতিয়ার রহমান মিয়া জানান, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ- টিসিবি’র মাধ্যমে তেল ১ হাজার লিটার, চিনি ৪’শ কেজি এবং মসুর ডাল ৪’শ কেজি বিক্রি করা হয়েছে। তিনি আরও বলেন, ন্যায্য দামের কারণে সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে টিসিবির পণ্যে; বাড়ছে বিক্রিও।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top