ঘোড়াঘাটে ব্রয়লার বিস্ফোরনে ১ শ্রমিকের মৃত্যু

দিনাজপুরের ঘোড়াঘাট থেকে | প্রকাশিত: ১২ জুলাই ২০২১, ০০:০৬

ঘোড়াঘাটে ব্রয়লার বিস্ফোরনে ১ শ্রমিকের মৃত্যু

দিনাজপুরের ঘোড়াঘাটে ধানের চাতালে ব্রয়লার বিষ্ফোরনে ১ শ্রমিকের মৃত্যু হয়েছে।

স্বরজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার হরিপাড়া হাটে পূর্ব পার্শ্বে কানাগাড়ি মৌজায় অবস্থিত আব্দুল আজিজ প্রধানের পুত্র আজাদুল ইসলামের ধান চালের চাতালে ধান সিদ্ধ করছিল তার চাতালের শ্রমিক শ্রী এলারুস (৪০) বেলা সাড়ে ১২টার দিকে ধানের ব্রয়লারে জ্বাল দেয়ার সময় বিকট শব্দে ব্রয়লারটি ফেটে গিয়ে ছুটে যায় ব্রয়লারের ড্রাম।

ড্রামটি বিষ্ফোরিত হয়ে ছিটকে যাওয়ার সময় সেখানে জ্বাল দিতে থাকা শ্রী এলারুসের মাথা ছিড়ে প্রায় ১০০ গজ দূরে গিয়ে ১টি ইটের ঘরের কোনায় ধাক্কা লাগে। এতে ইটের ঘরটি ১টি কর্ণার পর্যন্ত ভেঙে যায়। ব্রয়লারটি বিস্ফোরনের সাথে সাথে চুলার ইট সহ ঘরটি ছিন্ন ভিন্ন হয়ে যায়।

বিষয়টি ঘোড়াঘাট থানা পুলিশকে অবগত করা হলে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। এসংবাদ লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলেই অবস্থান করছিল।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top