পার্বতীপুরে ১২ শিক্ষা প্রতিষ্ঠানে পলিমার বেঞ্চ বিতরণ
দিনাজপুরের পার্বতীপুর থেকে | প্রকাশিত: ১৩ জুলাই ২০২১, ০৫:০৭
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১২টি উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসায় ১৪৬ সেট পলিমার বেঞ্চ বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব বেঞ্চ বিতরণ করেন পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামাণিক। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনীন মমিন, রুকশানা বারি রুকু, উপজেলা প্রকৌশলী আহসান হাবিব, উপ-সহকারি প্রকৌশলী মামুনুর রশিদ, সরকারি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তারুল আলমসহ ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
উপজেলা চেয়ারম্যান বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে পার্বতীপুর উপজেলায় অগ্রাধিকার দেয়া হয়েছে। ১৫ লাখ ৮৮ হাজার ৪৬ টাকা ব্যয়ে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) প্রকল্পের আওতায় এসব হাই লো পলিমার বেঞ্চ তৈরি করা হয়।
তিনি করোনার সংক্রমণ প্রতিরোধে উপস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও লোকজনকে সরকারের স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার জন্য আহবান জানান।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: পার্বতীপুর
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।