সৈয়দপুরে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিলো কৃষক লীগ

নীলফামারী থেকে | প্রকাশিত: ১৫ জুলাই ২০২১, ০৫:১১

সৈয়দপুরে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিলো কৃষক লীগ

করোনা ভাইরাস সংক্রমণ রোধে নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেছে পৌর কৃষক লীগ। বুধবার (১৪ জুলাই) সকাল ১১ টায় হাসপাতালের উপ-পরিচালক ডা. নবিউর রহমানের হাতে ওই সামগ্রী তুলে দেওয়া হয়।

সাধারণ সম্পাদক আবু হেনা মো. মোহসীন পুলক জানান, সারা দেশের মত সৈয়দপুরে করোনা আক্রান্ত রোগী বৃদ্ধি পাওয়ায় ও হাসপাতালে করোনা ওয়ার্ডে রোগীদের সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্সদের স্বাস্থ্য সুরক্ষার জন্য ২০ জোড়া পি,পি সহায়তা দেওয়া হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, পৌর শাখার সভাপতি রাশেদুজ্জামান সরকার রোকন, সাধারণ সম্পাদক আবু হেনা মো: মোহসীন পুলক, মানিক ও জসিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top