খুলনার চার হাসপাতালে আরও ১৩ জনের মৃত্যু
খুলনা থেকে | প্রকাশিত: ১৬ জুলাই ২০২১, ২১:২৪
খুলনার চার হাসপাতালে করোনায় ও করোনার উপসর্গ নিয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে আরও ১৩ জনের। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার (১৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এরমধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে করোনায় ৪ জন ও করোনার উপসর্গ নিয়ে ৩ জন, বেসরকারি হাসপাতাল গাজী মেডিক্যাল কলেজের করোনা ইউনিটে তিনজন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে দুইজন ও শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গেল ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনায় ৪ জন ও উপসর্গ নিয়ে ৩ জনসহ ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া উপসর্গে মারা গেছেন ৪ জন। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ২০১ জন। এরমধ্যে রেড জোনে ১৩৪ জন, ইয়ালো জোনে ২৭ জন, আইসিইউতে ২০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৮ জন ও আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন।
গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন— নড়াইলের ইকবাল হোসেন (৫৮)। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪৫ জন। এরমধ্যে আইসিইউতে রয়েছেন ১০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ জন।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: খুলনা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।