টেকনাফে বিজিবির হাতে আটক যুগান্তরের সাংবাদিক কাশেম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ জুলাই ২০২১, ০২:৩৫

টেকনাফে বিজিবির হাতে আটক যুগান্তরের সাংবাদিক কাশেম

কক্সবাজারের টেকনাফে বিজিবির হাতে আটক হয়েছে যুগান্তরের সাংবাদিক ও ধর্ষণ মামলাসহ একাধিক মামলার আসামি আবুল কাশেম (৪০) ওরফে কাইশ্যা।

রোববার সন্ধ্যায় উপজেলার হোয়াইক্যং চেকপোস্টে বর্ডার গর্ড ব্যাটালিয়ান-২ সদস্যরা তাকে আটক করে। বর্ডারগার্ড ব্যাটেলিয়ন-২ এর অধিনায়ক মোহাম্মদ ফয়সাল হাান খাঁন (পিএসসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটকের পর তাকে টেকনাফ থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়। সিগনাল অমান্য করে পালানোর চেষ্টা ও বিজিবি সদস্যদের সঙ্গে সাংবাদিক পরিচয়ে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করার কারণে তাকে আটক করা হয় বলে জানিয়েছে বিজিবি।

তাকে টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করার পর পুলিশ তাকে গাজীপুরের জয়দেবপুর থানার একটি ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাকে ওই থানায় হস্তান্তর করার কথা।

বিজিবি ও পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ধর্ষণ চেষ্টা মামলা, গাছ কাটার মামলা, চাঁদাবাজির মামলাসহ অসংখ্য মামলা রয়েছে। পরে তাকে টেকনাফ থানা পুলশের কাছে হস্তান্তর করা হয়।

অভিযোগ আছে, সাম্প্রতিক সময়ে গাজীপুর, টেকনাফ চকরিয়াহ দেশের বিভিন্ন স্থানে যুগান্তর প্রতিনিধি হিসেবে চাকরি দেওয়ার নাম করে বা চাকরি দিয়ে অপেশাদার, আন্ডারগ্রাউন্ড ও ভুঁইফোঁড় পত্রিকার লোকজনের কাছ থেকে লাখ লাক টাকা হাতিয়ে নিচ্ছিল আবুল কাশেম।

এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top