পার্বতীপুরে অসহায়দের পাশে দাঁড়ালো “ডুনেশন”

দিনাজপুরের পার্বতীপুর থেকে | প্রকাশিত: ২৩ জুলাই ২০২১, ২১:০৩

পার্বতীপুরে অসহায়দের পাশে দাঁড়ালো “ডুনেশন”

দিনাজপুরের পার্বতীপুরে ফেসবুক ভিত্তিক সামাজিক সংগঠন “ডুনেশন” তিন শতাধিক অসহায় ছিন্নমূল মানুষের মাছে গরুর মাংস বিতরণ করেছে।

বৃহস্পতিবার (২২ জুলাই) বেলা ১১টায় দিকে পার্বতীপুর পৌরসভার আমিরগঞ্জ মহল্লার ফারুক উকিলের বাসার সন্নিকটে গরু জবাই করে তিন শতাধিক অসহায় ছিন্নমূল মানুষের মাঝে গরুর মাংস বিতরণ করেন ইয়ং স্টার ক্লাবের সভাপতি ও শ্রমিক নেতা আমজাদ হোসেন। এছাড়াও দুপুরে দুই শতাধিক অসহায় ছিন্নমূল মানুষ কে গোস-পোলাও খাওয়ান।

উল্লেখ্য, ফেসবুক ভিত্তিক সামাজিক সংগঠন “ডুনেশন” এর একজন সক্রিয় সদস্য ও মানবাধিকার কর্মী মাহাতাব উদ্দিন লিটন সহ সদস্যবৃন্দ গত বছর করোনাকালীন সময় থেকে পার্বতীপুরের বিভিন্ন দুস্থ, অসহায় নারী-পুরুষকে সাধ্যমত বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করে আসছেন।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top