করোনায় আক্রান্ত ও উপসর্গে কুষ্টিয়ায় ১৪ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ জুলাই ২০২১, ১৯:১৮

করোনায় আক্রান্ত ও উপসর্গে কুষ্টিয়ায় ১৪ মৃত্যু

কুষ্টিয়ায় গত একদিনে করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ১৩ জন এবং উপসর্গ নিয়ে আরো ১ জনসহ মোট ১৪ জন মারা গেছেন। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এই সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে না চলার কারণে মানুষ আগের চেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন। করোনার নতুন স্ট্রেইন ছড়িয়ে পড়ায় একজনের দ্বারা অনেক লোক আক্রান্ত হতে পারে। এ জন্য স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসককে আরও কঠোর হতে হবে।

২০০ শয্যার করোনা ইউনিটে শুক্রবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন ২২৮ জন। এর মধ্যে করোনা নিয়ে এ পর্যন্ত ভর্তি রয়েছেন ২৬৮ জন এবং ৬০ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।

এদিকে নতুন ২০৭ জনের নমুনা পরীক্ষা করে ৬৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৮ জন। নতুন ৬৭ জনসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৯৩৯ জন।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top