• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


দোয়ারাবাজারে ভ্রাম্যমাণ আদালতে অভিযান ও জরিমানা

দোয়ারাবাজার থেকে | প্রকাশিত: ২৭ জুলাই ২০২১, ০৩:২৮

দোয়ারায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চালিয়ে ৯ টি মামলায় ১৫ জনকে ৫ হাজার টাকা জরিমানা

দোয়ারাবাজার উপজেলায় সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযানে চালিয়ে ৯ টি মামলায় ১৫ জনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম, এসময় সার্বিকভাবে সহযোগিতা করে বাংলাদেশ সেনাবাহিনীর টিম ও দোয়ারাবাজার থানার পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে কঠোর লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে সোমবার দুপুরে দোয়ারাবাজারবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি মঙ্গলবার থেকে বিকাল ৩ ঘটিকার পর যেন কারো ভুষিমাল,মাছ বাজার ও সবজির দোকান পাট খোলা না থাকে সেই লক্ষ্যে সতর্কতা মূলক প্রচার করা হয়।

এ সময় ৯ টি মামলায় দোকান মালিক ও পথচারী মোট ১৫ জনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময়ে সকলকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার এবং সার্বক্ষণিক মাস্ক পরিধান করার জন্য অনুরোধ করের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আরিফুল ইসলাম, অন্যথায় অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে ঘোষণা দেন।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top