খুলনার ৩ হাসপাতালে মৃত্যু ১১

খুলনা থেকে | প্রকাশিত: ২৮ জুলাই ২০২১, ২০:৪৫

খুলনার ৩ হাসপাতালে মৃত্যু ১১

গেল ২৪ ঘণ্টায় খুলনার তিনটি হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ জনের ও উপসর্গে ৪ জনের। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে বুধবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এর মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে করোনা আক্রান্তে ১ জন ও উপসর্গে ৪ জন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে ৩ জন এবং গাজী মেডিক‌্যাল হাসপাতালের করোনা ইউনিটে ৩ জনের মৃত্যু হয়েছে। খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ও বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫ জনের। এ হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১২৭ জন। যার মধ্যে রেড জোনে ৪৬ জন, ইয়ালো জোনে ৪৮ জন, আইসিইউতে ২০ জন।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ জনের। গাজী মেডিকেল হাসপাতালের স্বত্ত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: খুলনা


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top