সাপ্তাহিক হিলিবার্তার ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হিলি থেকে | প্রকাশিত: ২৯ জুলাই ২০২১, ০৩:৩৮

সাপ্তাহিক হিলিবার্তার ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দিনাজপুরের হিলিতে বহুল প্রচলিত সাপ্তাহিক হিলিবার্তার ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বুধবার সকাল ১১ টায় হিলিবার্তার কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক গোলাম মোস্তাফিজার রহমান মিলনের সভাপতিত্বে কেক কাটার পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,হাকিমপুর (হিলি) পৌর মেয়র জামিল হোসেন চলন্ত। বিশেষ অতিথি ছিলেন, সহকারী পুলিশ সুপার শরিফ আল রাজীব। বক্তব্য রাখেন হাকিমপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ডা: আলতাব হোসেন,অধ্যাপক সৈয়দ মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি রবিউল ইসলাম সুইট, নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রুহুল আমীন প্রধান।

এসময় সেখানে প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটন,হাকিমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু,ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহেদুল ইসলাম ডিফেন্স,সাপ্তাহিক লাল সবুজ বার্তার সম্পাদক হালিম আল রাজী,ডিবিসি নিউজ এর হিলি প্রতিনিধি মাসুদুল হক রুবেল, বাংলাভিশন এর হিলি প্রতিনিধি মুরাদ ইমাম কবির.

আরো ছিলেন, ইন্ডিপেনডেন্ট টিভির হিলি প্রতিনিধি সাজ্জাত হোসেন, হিলিবাতার্র স্টাফ রিপোর্টার মোস্তফা হোসেন স্বাধীন, ডাক্তার জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, দৈনিক খবরের হিলি প্রতিনিধি মোসলেম উদ্দিন সাংবাদিক মেহেদী হাসান উজ্জলসহ অনেকে উপস্থিত ছিলেন প্রমুখ।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: হিলি


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top