চরম ভোগান্তি ও ঝুঁকি নিয়ে শিল্পাঞ্চল আশুলিয়ায় প্রবেশ করছেন পোশাক শ্রমিকরা

সাভার থেকে | প্রকাশিত: ১ আগষ্ট ২০২১, ০৬:২৬

চরম ভোগান্তি ও ঝুঁকি নিয়ে শিল্পাঞ্চল আশুলিয়ায় প্রবেশ করছেন পোশাক শ্রমিকরা

ঢাকার শিল্প অধ্যুষিত সাভার ও আশুলিয়ায় জীবনের ঝুঁকি নিয়ে প্রবেশ করছেন পোশাক শ্রমিক সহ অন্যান্য শিল্প কারখানার শ্রমিকরা।

শনিবার (৩১ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, গণপরিবহন বন্ধ থাকায় পিকাপ ভ্যান, অটোরিকশা, ইজি-বাইক, মোটরসাইকেল এবং পায়ে হেটে বাইপাইল ও নবীনগর দিয়ে সাভার হেমায়েতপুরসহ আশেপাশের কারখানার শ্রমিকরা পরিবারসহ চরম ভোগান্তি নিয়ে ফিরছেন।

১ আগস্ট থেকে রপ্তানিমুখী শিল্প কারখানা খোলার ঘোষণায়, কঠোর লকডাউনের মধ্যেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে কর্মস্থলে ফিরছেন তারা। শ্রমিকরা জানান ২০০ টাকার ভাড়া ২০০০ টাকা দিয়ে ফিরতে হচ্ছে তাদের।

শুধুমাত্র ঢাকায় অবস্থানরত শ্রমিকদের ১আগস্ট থেকে কাজে যোগদানের কথা বলেছেন বিজিএমইএ এমন প্রশ্নের জবাবে, নাম প্রকাশে অনিচ্ছুক আশুলিয়ার পোশাক কারখানায় কর্মরত একজন শ্রমিক জানান, "এইসব কথা শুইনা বাড়িতে বইসা থাকলে আমগো চাকরি থাকবোনা"।

এব্যাপারে সাভার হাইওয়ে থানার দায়িত্বরত কর্মকর্তা সার্জেন্ট সজীব বলেন, "কঠোর লকডাউনে সরকার ঘোষিত বিধিনিষেধ যথাযথ ভাবে কার্যকর করতে আমরা কাজ করে যাচ্ছি। বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে নিরুৎসাহিত করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করছি। একইসাথে নিয়মিত মামলা কার্যক্রম পরিচালিত হচ্ছে"।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: সাভার


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top