লক্ষ্মীপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, মৎস কর্মকর্তা, ছাত্রলীগ নেতাসহ আটক ৫
লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ৪ আগষ্ট ২০২১, ২২:২২
লক্ষ্মীপুরে গভীর রাতে মাছের গাড়ি আটক করে চাঁদাবাজির সময় ৪ জন ভুয়াঁ সাংবাদিক ও ১ জন মৎস অফিস সহকারীকে আটক করে সদর থানা পুলিশ। মঙ্গলবার মধ্য রাতে শহরের উত্তর তেমুহনী থেকে তাদের আটক করা হয়। এ সময় চাঁদাবাজির টাকা, লুট করা মাছ, মোবাইল, ও ১ টি হোন্ডা উদ্ধার করে পুলিশ।
আটককৃত ভুয়াঁ সাংবাদিক পরিচয় দানকারী ৪ জন হলেন, বৈশাখী টিভির ক্যামেরাম্যাম পরিচয়ধারী আনোয়ার হোসেন রতন (৩০), ছাত্রলীগ নেতা সেবাব নেওয়াজ, পৌরসভার ঝাড়ুদার বাবুল দাস,,বখাটে শাকিল সুফি ও জেলা মৎস অফিসের (আউট সোসিং) অফিস সহকারী নকিবুল হাসান।
এঘটনায় ক্ষতিগ্রস্ত মাছ ব্যবসায়ী খোকন বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। মামলা সূত্রে জানা যায়, রাতে মতিরহাট ও রামগতির মাছ ঘাট থেকে ইলিশ বোঝাই দু’টি পিকআপ ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। রাত ১২টার দিকে ১টি পিকআপ সদর উপজেলার পিয়ারাপুর এলাকায় আসলে ৭/৮ জনের একটি সঙ্গবদ্ধ দল নিজেদের মৎস কর্মকর্তা ও সাংবাদিক পরিচয় দিয়ে গতিরোধ করে পিকআপটি পৌর শহরের বকুলতলা বেড়িবাঁধ এলাকায় নিয়ে যায়।
বিভিন্ন হুমকি ধমকি দিয়ে ৩০ হাজার টাকা আদায় করে এবং বেশ কিছু ইলিশ মাছ লুট করে ছেড়ে দেয়। কিছুক্ষন পর ২য় পিকআপটি উত্তর তেমুহনী এলাকায় পৌঁছলে টাকার জন্য সেটিও জিম্মি করে তারা। এ সময় মাছ ব্যবসায়ী কৌশলে পুলিশকে ফোন করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করে। বাকীরা পালিয়ে যায়।
সদর থানার উপ-পরিদর্শক মো. মহসিন জানান, ইলিশ বোঝাই গাড়ি জিম্মি করে মারধর ও চাঁদা আদায়ের খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজন ও পরে অভিযান চালিয়ে আরও দুই জনকে আটক করি।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: লক্ষ্মীপুর
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।