ঘোড়াঘাটে জাতীয় শোক দিবস উপলক্ষে ত্রাণ, গাছের চারা ও মাস্ক বিতরণ

দিনাজপুরের ঘোড়াঘাট থেকে | প্রকাশিত: ৬ আগষ্ট ২০২১, ০১:৩৩

ঘোড়াঘাটে রিসোর্ট ইন্টিগ্রশন সেন্টারের আয়োজনে দুস্থদের মাঝে ত্রান ও গাছের চারা বিতরন উদযাপোন করেন উপজেলা নির্বাহী অফিসার।

দিনাজপুরের ঘোড়াঘাটে স্বাধীনতার মহান স্থপতি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম সাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষ রোপণ ও কোভিড-১৯ দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলার রাণীগঞ্জ রিসোর্ট ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ত্রাণ, গাছের চারা ও মাস্ক বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

রিক রাণীগঞ্জ শাখার ব্যবস্থাপক আব্দুর রহিমের সভাপতিতে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া ইউপি চেয়ারম্যান আব্দল মান্নান মন্ডল, রিক দিনাজপুর এরিয়া ম্যানেজার শেখ আতিকুল ইসলাম, ঘোড়াঘাট এনজিও পর্ষদের সভাপতি আসাদুজ্জামান সবুজ। রিক বিরামপুর শাখার ব্যবস্থাপক মনজুরুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন রাণীগঞ্জ শাখার হিসাব রক্ষক হাফিজুল ইসলাম ও অন্যান্য সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ শেষে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও গাছের চারা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: ঘোড়াঘাট


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top