লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুর ব্যঙ্গচিত্র ফেসবুকে প্রচার, আটক-১
লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ৭ আগষ্ট ২০২১, ০২:৪৬
লক্ষ্মীপুরে দুইশত টাকার নোটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মানহানিকর ব্যঙ্গচিত্র নির্মাণ করে তা ফেসবুকে প্রচারকারী যুবককে ডিজিটাল নিরাপত্তা আইনে আটক করেছে রায়পুর থানা পুলিশ।
এজাহার সূত্রে জানা যায়, রায়পুর পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ জনৈক শাহীন ভূঁইয়ার লিখিত অভিযোগের প্রেক্ষিতে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২১(২) ধারায় জাতির পিতার প্রতি অসম্মান প্রদর্শনের অপরাধে মামলা দায়ের করলে ওসি আব্দুল জলিল বিষয়টি তদন্ত করে মামলা রুজ্জু ও অভিযুক্তকে আটক করে।
আটককৃত যুবকের নাম আমিরুল ইসলাম জনি (২৪), সে ৪নং সোনাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ নূর মিয়া হাফেজ সাহেবের বাড়ির শাহজাহানের ছেলে।
রায়পুর থানার ওসি আব্দুল জলিল জানান, আটককৃত যুবক দুইশত টাকার নোটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মানহানিকর ব্যঙ্গচিত্রের টিকটক ভিডিও নির্মাণ করে তা ফেসবুকে প্রচার করে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২১(২) ধারায় জাতির পিতার প্রতি অসম্মান প্রদর্শনের অপরাধ করেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। তাকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: লক্ষ্মীপুর
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।