ঘোড়াঘাটে ব্রিজের নিচের মাটি ধসে গিয়ে রাস্তাটি দ্বি-খন্ডিত
দিনাজপুরের ঘোড়াঘাট থেকে | প্রকাশিত: ১১ আগষ্ট ২০২১, ০৪:৪৩
দিনাজপুরের ঘোড়াঘাটে সোমবার রাতে প্রবল বর্ষণে রাণীগঞ্জ থেকে ভর্নাপাড়া গ্রামের পাকা রাস্তায় ব্রিজের নিচের মাটি ধসে গিয়ে রাস্তাটি দ্বি খন্ডিত হয়েছে। ফলে দুই পাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে জন দূর্ভোগের সৃষ্টি হয়েছে।
রাণীগঞ্জ-ভর্নাপাড়া সড়কটি একটি পলি এলাকার জন্য গুরুত্বপূর্ণ সড়ক। সড়কটির দক্ষিণ পাশে কিছু অসাধু বালু ব্যবসায়ী ব্রিজটির পার্শ্ববর্তী এলাকা থেকে স্যালো মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করে গভীর ও বিশাল পুকুর সৃষ্টি করেছে।
সোমবার রাতের প্রবল বর্ষণে উত্তর দিকের মাঠের পানি ব্রিজের নিচ দিয়ে প্রবাহে প্রবল চাপ পড়ার ফলে ব্রিজের নিচের মাটি সরে গিয়ে দক্ষিণ দিকে গভীর পুকুরের দিকে পানির স্রোতের বেশি হয়। ফলে ব্রিজের নিচ দিয়ে পানি প্রবাহের ধারণ ক্ষমতা বেশি হওয়ায় ব্রিজটি দুই ধারে ধসে যায়।
বিষয়টি দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিককে অবগত করা হলে তিনি নিজ অর্থায়নে প্রাথমিক ভাবে মানুষ ও যানবাহন চলাচলের জন্য কাঠের খুঁটি দিয়ে বালির বস্তা ফেলার নির্দেশ দেন। তার নির্দেশে উপজেলা ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম ও আগামী সিংড়া ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সমাজ সেবক সৈয়দ মাহবুবার রহমান (হিরক) স্থানীয় শ্রমিক দিয়ে কাঠের খুঁটি দিয়ে বালুর বস্তা ফেলার কাজ শুরু করেছে। যাতে সাময়িক ভাবে এই গুরুত্বপূর্ণ সড়কটিতে চলাচলের জন দূর্ভোগের সৃষ্টি না হয়।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: ঘোড়াঘাট
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।