লক্ষ্মীপুরে ভ্যাকসিন সংকট, কেন্দ্রে ভিড়, ম্যাসেজ ছাড়া মিলছে না টিকা

লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ১১ আগষ্ট ২০২১, ২৩:২৩

লক্ষ্মীপুরে ভ্যাকসিন সংকট, কেন্দ্রে ভিড়, ম্যাসেজ ছাড়া মিলছে না টিকা

লক্ষ্মীপুরে ম্যাসেজ ছাড়া কাউকে টিকা দেওয়া হচ্ছে না। গণটিকা কেন্দ্র বন্ধ থাকায় মানুষ নির্ধারিত কেন্দ্রে গিয়ে ভিড় করছে। তাছাড়া গ্রামের মানুষও টিকা নেওয়ার আগ্রহী হয়ে উঠায় দিন দিন এই ভিড় আরো বাড়ছে। যার কারনে টিকা কেন্দ্রে সামাজিক দূরত্ব মেনে চলা সম্ভব হচ্ছে না। যে পরিমাণ নিবন্ধন হয়েছে সে তুলনায় ভ্যাকসিন না থাকায় শুধু মাত্র ম্যাসেজের ভিত্তিতে টিকা দেওয়া হচ্ছে।

সিভিল সার্জন মো: আবদুল গাফফার ফোনে জানান, বর্তমানে গনটিকা কেন্দ্র বন্ধ থাকায় নির্ধারিত কেন্দ্রে ম্যাসেজের ভিত্তিতে টিকা দেওয়া হচ্ছে। ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে যারা নিবন্ধন করেছে তারাও কেন্দ্রে এসে ভিড় করছে। অনেকে আবার ম্যাসেজ ছাড়াই ২য় ডোজ নিতে আসছে। অতিরিক্ত লোকসমাগমের কারনে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনেকটাই উপেক্ষিত।


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top