সৈয়দপুরে ১০০ শয্যা হাসপাতালে রোগীর অবহেলার অভিযোগ

নীলফামারী থেকে | প্রকাশিত: ১৪ আগষ্ট ২০২১, ০৩:৪৫

সৈয়দপুরে ১০০ শয্যা হাসপাতালে রোগীর অবহেলার অভিযোগ

রোগীর প্রতি চরম অবহেলা ও অব্যবস্থাপনার অভিযোগ উঠল নীলফামারী সৈয়দপুরে ১০০ শয্যা হাসপাতালের বিরুদ্ধে। রক্ত শূন্যতায় ভুগা রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা ও রক্ত না দিয়ে ফেলে রেখে অন্যত্র রেফার করার অভিযোগ পরিবারের। গত বৃহস্পতিবার ( ১২ আগস্ট) সন্ধ্যায় রোগীর আত্মীয়-স্বজনরা এ অভিযোগে হাসপাতালে হট্টগোল করে রোগী নিয়ে বাড়ী ফিরে যায়।

রোগীর স্বামী সাইদুল ইসলাম বলেন, আমার স্ত্রীকে ভর্তি করার পর থেকেই ডাক্তার ও টেকিনেসিয়ান মামুন চিকিৎসার ব্যবস্থা না করে রোগীকে তাদের পছন্দমত ক্লিনিকে রেফার করার জন্য চাপদেন। আমি গরিব মানুষ ভ্যান চালিয়ে সংসারের ঘানি টানি। ক্লিনিকে চিকিৎসা কিভাবে করাবো। ফলে রোগীকে ফেলে রেখে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে তারা। তাই রোগীকে বাড়িতে নিয়ে এসেছি মরলে বাড়ীতেই মরুক।

হাসপাতালের আরএমও ওমেদুল হাসান সম্রাট বলেন, বিষয়টি আমি রোগী যাওয়ার পর জানতে পেরেছি। এটা একটা ভুল বোঝা-বুঝি হয়েছে। তবে রক্তের ডোনার হাসপাতালে এসে অপেক্ষা করে রক্ত না দিযে ফিরে গেছে এটা দুঃখ জনক। আমি বিষয়টি দেখছি ।

এব্যাপারে নীলফামারী জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর কবীর বলেন, ওই হাসপাতালে যদি রোগীর প্রতি কোন অবহেলার প্রমাণ পাওয়া গেলে চিকিৎসক ও টেকনেসিয়ান উভয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top