ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ৩০

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ আগষ্ট ২০২১, ০৮:১২

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ৩০

ময়মনসিংহের ত্রিশালে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।

শনিবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে ত্রিশাল উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর বড়পুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। আহত হন কমপক্ষে ৩০ জন বাসযাত্রী। হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের উদ্ধারের পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, মহাসড়কের ত্রিশালের বৈলর বড়পুকুর পাড় এলাকায় শনিবার সকাল থেকেই একটি ট্রাক থেমে ছিল। অন্যদিকে ঢাকা থেকে হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন, নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। দুর্ঘটনার বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থাও নেয়া হচ্ছে।

এনএফ৭১/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top