দোয়ারাবাজারে পাতার বিড়িসহ মাদক ব্যবসায়ী আটক
সুনামগঞ্জের দোয়ারাবাজার থেকে | প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২১, ০০:১০
সুনামগঞ্জের দোয়ারাবাজার থেকে আমদানি নিষিদ্ধ ১লক্ষ ৬৮ হাজার পিস ভারতীয় সেখ নাসিরুদ্দিন পাতার বিড়িসহ মোঃ আব্দুস ছামাদ(৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের আন্দাইরগাঁও গ্রামের মৃত ছায়াদ আলীর পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৬ আগস্ট) গভীর রাতে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবদুলাল ধরের তত্বাবধানে এস আই সম্রাজ মিয়ার নেতৃত্বে এএসআই মোঃ আনিছুল হকের সহযোগিতায় সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের আন্দাইরগাঁও গ্রামের মৃত ছায়াদ আলীর পুত্র মাদক ব্যবসায়ী মোঃ আব্দুস ছামাদের বাড়ীতে অভিযান চালিয়ে বসতঘরে মজুদ রাখা চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা আমদানি নিষিদ্ধ ১লক্ষ ৬৮ হাজার পিস ভারতীয় সেখ নাসিরুদ্দিন ১৪ নং পাতার বিড়িসহ মোঃ;আব্দুস ছামাদ(৫০)কে আটক করা হয়েছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর সত্যতা নিশ্চিত করে জানান,মাদক ব্যবসায়ী মোঃ;আব্দুস ছামাদ দীর্ঘদিন যাবত নিত্য নতুন পন্থা অবলম্বন করে আইনের চোখ ফাঁকি দিয়ে উপজেলার বিভিন্ন গ্রামে মাদকদ্রব্য পাইকারী ও খুচরা বিক্রয়ের ব্যবসা করে আসছিল।
আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি/২৫ ডি ধারা মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামী মোঃ আব্দুস ছামাদকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: দোয়ারাবাজার
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।