• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


বরিশাল রুটের সব যান চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ আগষ্ট ২০২১, ২১:৩৩

বরিশাল রুটের সব যান চলাচল শুরু

দীর্ঘ সাড়ে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর বরিশালের সবকটি রুটে শুরু হয়েছে বাস ও লঞ্চ চলাচল। দুপুর ১টার পর থেকেই শুরু হয় বাস চলাচল।

জান গেছে, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুরোধে বৃহস্পতিবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে শ্রমিকরা বাস ও লঞ্চ ধর্মঘট প্রত্যাহার করে নেন। বরিশাল মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও রুপাতলিস্থ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি পরিমল চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্রমিক ইউনিয়নের সভাপতি জানান, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র অনুরোধের প্রেক্ষিতে এবং সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে বাস চলাচল শুরু করা হয়। তবে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিচার না হলে ফের ধর্মঘট দেওয়া হবে।

অন্যদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে মহানগরীর বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব, জানান পুলিশ কমিশনার মো. শাহাব উদ্দিন খান।

এনএফ৭১/এনজেএ/২০২১

 



বিষয়: বরিশাল


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top