শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

বিএনপির কর্মসূচিতে আওয়ামী লীগ নেতার অংশগ্রহণ, তীব্র ক্ষোভ

পাবনার ঈশ্বরদী থেকে | প্রকাশিত: ২১ আগষ্ট ২০২১, ২৩:৩০

বিএনপির কর্মসূচিতে আওয়ামী লীগ নেতার অংশগ্রহণ, তীব্র ক্ষোভ

বিএনপির সাজাপ্রাপ্ত আসামিদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচিতে আওয়ামী লীগ নেতা যোগ দেওয়ায় নিজ দলের নেতাকর্মীদের কাছে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন পাবনার ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গেল দুদিনে (শুক্র ও শনিবার) বিষয়টি ব্যাপক ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) ঈশ্বরদী পূর্বটেংরি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে গাছ লাগানোর এ আয়োজন করেন এবারের পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ও পাবনা জেলা ছাত্রদলের সহসভাপতি রফিকুল ইসলাম নয়ন। আর এতে যোগদান করেন আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ মিন্টু।

বৃক্ষরোপণে আয়োজক রফিকুল ইসলাম নয়ন বলেন, আমার বাড়ির পাশে পূর্বটেংরী স্কুল। আবুল কালাম আজাদ মিন্টুর সঙ্গে তাঁর অনেকদিনের সম্পর্ক। স্কুল প্রতিষ্ঠাতা অনেকে এখন নেই। এদের মধ্যে কারাগারে রয়েছেন বা মারা গেছেন। শুধুমাত্র তাদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছিলাম। এজন্য তাঁকে অনুষ্ঠানে রাখা হয়েছে। আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। তার বক্তব্য নেওয়ার চেষ্টা চলছে।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: পাবনা


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top