পলাশবাড়ী-সাঘাটার চারটি রাস্তা যথাসময়ে কাজ শেষ না করায় চরম দুর্ভোগ
গাইবান্ধার পলাশবাড়ী থেকে | প্রকাশিত: ২৫ আগষ্ট ২০২১, ০০:২৫

গাইবান্ধা এলজিইডি’র অধীনে সাঘাটা ও পলাশবাড়ী উপজেলায় চারটি রাস্তা পাকা করণের কাজ যথা সময়ের মধ্যে সম্পন্ন না হওয়ায় দীর্ঘদিন থেকে ভোগান্তিতে পরেছেন সাধারণ যানবাহন সহ পথচারীরা। সচেতন এলাকাবাসী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও জরুরী ভিত্তিতে রাস্তা গুলো কাজ সম্পন্ন করার দাবী জানান।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গাইবান্ধা এলজিইডি’র অধীনে গত ২০১৯-২০২০ অর্থ বছরে দুইটি উপজেলার চারটি রাস্তা পাকা করণের জন্য ২১ কোটি বরাদ্দ দেয়া হয়। ঢাকা মোহাম্মদপুর সিসিসিএইচটিবিএল (জেভি) ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে গত ২০১৯ সালের ২৮ অক্টোবরে কাজ গুলো শুরু করা হয় এবং গেল ২০২০ সালের ১৬ ফেব্রুয়ারির মধ্যে কাজ গুলো সমাপ্ত করার কথা থাকলেও ঠিকাদার প্রতিষ্ঠানের কাজে অবহেলার কারণে রাস্তা গুলোর কাজ আজ অবধি সমাপ্ত করা হয়নি।
যার ফলে সাঘাটা উপজেলার বোনারপাড়া কচুয়াহাট রাস্তার ৬.৪২১ কিঃমিঃ, পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের হাসনেরপাড়া হতে বেতকাপা হরিতলা ভায়া মুরারীপুর ৩.১৫০ কিঃ মিঃ, ঢোলভাঙ্গা হতে ঝিলবান্ধা ভায়া পবনাপুর ৫.৪৯০ কিঃমিঃ এবং ঢোলভাঙ্গা-আমলাগাছী জিসি রাস্তা দীর্ঘদিন থেকে বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি সহ বিভিন্ন জায়গায় কাদা পানি জমে সাধারণ যানবাহনসহ পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ ব্যাপারে এলজিইডি’র গাইবান্ধা জেলা নির্বাহী প্রকৌশলী আহসান কবীরের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, বিষয়টি আমি অবগত আছি। কাজ সম্পন্ন করার জন্য ঠিকাদার প্রতিষ্ঠানকে বার বার তাগিদ দেওয়া হলেও ঠিকাদার প্রতিষ্ঠান কাজ গুলো সম্পন্ন করছেনা।
এদিকে পলাশবাড়ী উপজেলা প্রকৌশলী তাহাজ্জদ হোসেনে জানান, পলাশবাড়ী উপজেলার তিনটি রাস্তার আজ অবধি ৩০% কাজও করা হয়নি। এলাকার সচেতন মহল জন গুরুত্বপূর্ণ রাস্তা গুলো যথা সময়ে না হওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও জরুরী ভিত্তিতে কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।