পাবনায় বাড়তে শুরু করেছে বিভিন্ন নদ নদীর পানি
পাবনা থেকে | প্রকাশিত: ২৫ আগষ্ট ২০২১, ০০:৩৫
পাবনায় বাড়তে শুরু করেছে বিভিন্ন নদ নদীর পানি।
পাবনা পানি উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক মোশারফ হোসেন জানান, মঙ্গলবার সকালে যমুনা নদীর পানি নগরবাড়ি পয়েন্টে বিপদ সীমার ৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর পদ্মা নদীর পানি পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে বিপদ সীমার ১৯ সেন্টিমিটার নিচ দিয়ে এবং বড়াল নদীর পানি বড়াল ব্রিজ পয়েন্টে বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
ইতোমধ্যে ঈশ্বরদীর সাঁড়া,পাকশী, লক্ষ্মীকুন্ডা ও বেড়া উপজেলার নদীর তীরবর্তী বিভিন্ন এলাকার সবজি ক্ষেত তলিয়ে গেছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: পাবনা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।