মৌসুমি বৃষ্টিপাতে প্লাবিত চট্টগ্রামের নিম্নাঞ্চল
চট্টগ্রাম থেকে | প্রকাশিত: ২৬ আগষ্ট ২০২১, ০০:২৬

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে হওয়া বৃষ্টিপাতে প্লাবিত হয়েছে চট্টগ্রাম নগরীর বিভিন্ন নিম্নাঞ্চলীয় এলাকা।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, চট্টগ্রামে বুধবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে, বুধবার (২৫ আগস্ট) সকালে বন্দরনগরীর হালিশহর, আগ্রাবাদ, মুরাদপুর, ২ নম্বর গেট, বাকলিয়া ও চান্দগাঁওসহ বিভিন্ন এলাকার কোথাও হাঁটু আবার কোথাও কোমর পরিমাণ পানিতে তলিয়ে যেতে দেখা যায়।
অন্যদিকে, বৃষ্টিপাতে নগরীর নিম্নাঞ্চলসমূহ প্লাবিত হওয়ায় দৈনন্দিন প্রয়োজনে বের হওয়া নগরবাসী চরম ভোগান্তিতে পড়েছেন। প্লাবিত বিভিন্ন এলাকার দোকানপাট সকাল থেকেই বন্ধ রয়েছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: চট্টগ্রাম
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।