গোপালগঞ্জে “বঙ্গবন্ধু সিটি” পরিষদের আত্মপ্রকাশ
গোপালগঞ্জ থেকে: | প্রকাশিত: ২৬ আগষ্ট ২০২১, ২১:১৪
গোপালগঞ্জে “বঙ্গবন্ধু সিটি” পরিষদ নামে আত্মপ্রকাশ করেছে একটি সংগঠন। সংগঠনটির লক্ষ্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি ঘিরে বাস যোগ্য আবাসন গড়ে তোলা।
কবি, সাহিত্যিক, প্রবন্ধিক ও গীতিকার ডা: সিদ্ধেশ্বর মজুমদারকে আহবায়ক ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি গাজী মোস্তাফিজুর রহমান দিপুকে সদস্য সচিব করে যাত্রা শুরু করে সংগঠনটি। বুধবার (২৫ আগস্ট) রাতে শহরের অনিকা ডায়াগনিষ্ট সেন্টারের আহবায়ক কমিটি ঘোষনা করেন এ্যাভোকেট কাজী মেজবাহ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন সরদার নূর ইসলাম, ইঞ্জিনিয়ার ফকিরুজ্জামান, প্রকৌশলী শরীফ মোমরেজ আলী, এ্যাডভোকেট মাহবুবুর রহমানসহ অনেকে।
বক্তারা বলেন, পৃথিবীর অনেক দেশে তাদের জাতির পিতার নামে সিটি গড়ে উঠেছে। জাতির পিতার সমাধি সৌধ ঘিরে পর্যাটন কেন্দ্রের অপার সম্ভাবনা রয়েছে। গোপালগঞ্জ জেলা ও আশপাশের এলাকার প্রায় দেড় কোটি মানুষের বসবাস রয়েছে। এ দেড় কোটি মানুষকে সংযোজন করে রাজধানী ঢাকার উপর চাপ কমাতে জাতির পিতার সমাধি সৌধ ঘিরে “বঙ্গবন্ধু সিটি” করা প্রয়োজন হয়ে পড়েছে।
উদ্যোক্তারা প্রধানমন্ত্রীর কাছে আশা করেন “বঙ্গবন্ধু সিটি” নামে একটি প্রকল্প শিগগিরই শুরু করার।
এনএফ৭১/জুআসা/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।