পালশা কমিউনিটি সেন্টারে আবারো ফাটল

দিনাজপুরের ঘোড়াঘাট থেকে | প্রকাশিত: ২৮ আগষ্ট ২০২১, ০০:৩৩

ঘোড়াঘাটে পালশা কমিউনিটি সেন্টারটি ২য় দফা নির্মাণের পরও ব্যাপক ফাটল ধরেছে

দিনাজপুরের ঘোড়াঘাটে পালশা ইউনিয়ন কমিউনিটি সেন্টারটি ২য় দফা নির্মাণের ১৪ মাস যেতে না যেতেই ব্যাপক ফাটল ধরেছে। ফলে জীবনের ঝুঁকি নিয়ে কর্মরত জনবলকে স্বাস্থ্যসেবা দিয়ে যেতে হচ্ছে।

কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার মোঃ ওবায়দুল হক জানান, তার নিকট ভবনটি যখন হস্তান্তর করেন তিনি ঘর খুলে দেখেন বিভিন্ন স্থানে ফাটল। বিষয়টি তাৎক্ষনিক ঠিকাদার প্রতিষ্ঠানকে অবগত করা হলে ঠিকাদার প্রতিষ্ঠান তার নিকট থেকে চাবি নিয়ে রাতের আঁধারে সিমেন্ট দিয়ে ওই সব ফাটল মুছে দিয়ে চাবি দিয়ে যান। কমিউনিটি সেন্টারের হেলথ এ্যাসিস্ট্যান্ট আঞ্জুয়ারা বেগম জানান, তার কক্ষটিতে তিনি অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে বসেন। মাথার উপরে দেয়ালে অনেক ফাটল।

বিষয়টি নিয়ে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা ডাঃ নূর নেওয়াজ আহমেদের পর্যায়ক্রমে ২ দিন কথা হলে তিনি জানান, ভবনটি নির্মাণের টেন্ডার জেলা হেলথ ইঞ্জিনিয়ার অফিস থেকে করা হয়েছে। কাজের দেখাশোনা তারা নিজেরাই করেছে, কাজের যাবতীয় কাগজপত্র তাদের কাছেই রয়েছে আমাকে কোন পেপারস দেওয়া হয়নি।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: ঘোড়াঘাট


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top