বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

জাতীয় মৎস্য সপ্তাহ

পলাশবাড়ীতে সাংবাদিকদের সাথে মতবিনিময়

গাইবান্ধার পলাশবাড়ী থেকে | প্রকাশিত: ২৯ আগষ্ট ২০২১, ০০:০৫

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পলাশবাড়ীতে সাংবাদিকদের সাথে মতবিনিময়

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২১ উপলক্ষে ২৮ আগস্ট শনিবার উপজেলা পরিষদ হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। “বেশী বেশী মাছ চাষ করি, বেকারত্ব দুর করি” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকার তার বক্তব্যে বলেন, প্রাণীজ আমিষের প্রায় ৬০ ভাগ যোগান দেয় মাছ। মোট জিডিবির ৩.৫০ শতাংশ এবং কৃষিজ জিডিপির ২৫.৭২ ভাগ মৎস্য খাতের অবদান।

মৎস্য চাষ সম্প্রসারণে গবেষণা থেকে প্রাপ্ত ২৬টি লাগসাই প্রযুক্তি মাঠ পর্যায়ে স¤প্রসারণ করা হচ্ছে। যার মধ্যে এ উপজেলায় প্রযুক্তি গুলো হলো - রুই জাতীয় মাছ, গলদা চিংড়ি, তেলাপিয়া, পাঙ্গাশ, কৈ, শিং, মাগুর, পাবদা, গুলশা চাষ করে নার্সারী পুকুরে পোনা পালন, বিল নার্সারী স্থাপন, মৎস্য অভয়াশ্রম স্থাপন ইত্যাদি।

এতে করে এ উপজেলায় বেকার যুবকরা মাছ চাষে মনোযোগ দেওয়ায় তাদের বেকারত্ব দুর হচ্ছে। মাছের ঘাটতি রয়েছে তা আগামীতে মাঠ পর্যায়ে চাষিদের নিবিড় ভাবে পরামর্শ দিয়ে এবং উন্মুক্ত জলাশয় গুলো সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ঘাটতি পূরণে সক্ষম হবে বলে জানান। এজন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: পলাশবাড়ী


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top