শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

সৈয়দপুরে সমাজ সেবক শামসুল হক সরকারের উদ্যোগে রাস্তা সংস্কার

নীলফামারী থেকে | প্রকাশিত: ২৯ আগষ্ট ২০২১, ২১:৫০

সৈয়দপুরে সমাজ সেবক শামসুল হক সরকারের উদ্যোগে রাস্তা সংস্কার

নীলফামারীর সৈয়দপুর উপজেলার ৩নং বাঙ্গালীপুর ইউনিয়নের প্রায় এক কিলোমিটার রাস্তা ব্যক্তি উদ্যোগে সংস্কার করলেন চেয়ারম্যান প্রার্থী শামসুল হক সরকার। অতিবৃষ্টির কারণে ওই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। শনিবার ( ২৮ আগস্ট) পথ চারীদের যাতায়াতের সুবিধার জন্য তিনি এ উদ্যোগ নেন।

উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের চৌহমুহনী বাজার জামে মসজিদ সড়কে বর্ষাকালে বৃষ্টির কারণে প্রায় এক কিলোমিটার কাদা ও বিভিন্ন যায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ওই সড়ক দিয়ে পথচারী ও মুসল্লিদের নোংরা পানির মধ্য দিয়ে চলাচল করতে হয়। কিন্ত এ সড়কে অদৃশ্য কারণে নজর নেই চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের। ফলে মানুষের ভোগান্তির কথা চিন্তা করে নিজ উদ্যোগে কাঁচা রাস্তাটি ইট দিয়ে সংস্কার করেন সমাজ সেবক ও ওই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শামসুল হক সরকার।

ওই মসজিদের ইমাম আরিফুল ইসলাম বলেন, আমি দীর্ঘ দিন থেকে এ মসজিদে নামায পড়াই। অনেক মসুল্লীরা নামায পড়ে যাতায়াতের সময় তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। তিনি আরও বলেনে, জনদরদী নেতা শামসুল হক সরকার সৎ ও নিষ্ঠাবান মানুষ, তার এ উদ্যোগে সাধুবাদ জানাই।

ওই সড়কের ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, সড়কটি খানা খন্দে পরিণত হওয়ায় জনসাধারণ ও যানবাহন চলাচলে সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে। স্থানীয় চেয়ারম্যান-মেম্বারদের জানানোর পরও কোনো উদ্যোগ নেয়া হয়নি সংস্কারের।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top