সুনামগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা বিতরণ
সুনামগঞ্জ থেকে | প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২১, ০০:৩৪
মহামারী করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে সুনামগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে জেলা শহরের তেঘরিয়া শাহী ঈদগাহ মাঠে ৫শতাধিক দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট। বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, সুনামগঞ্জ সদর থানার ওসি মোঃ শহিদুর রহমানসহ জেলা আওয়ালীগের নেতৃবৃন্দ।
ত্রাণ বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে মুকুট বলেন, মহামারী করোনার প্রভাবে দেশের বেশীরভাগ মানুষই ক্ষতিগ্রস্ত এবং তাদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সামান্য ত্রাণ সামগ্রী বিতরণ করছি। সরকারী-বেসরকারি পর্যায়ে সবাইকে ত্রাণ সহায়তা দেয়ার অনুরোধ করছি।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: সুনামগঞ্জ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।