ঘোড়াঘাটে পার্বতীপুর-কুলানন্দপুর সড়কের বেহাল অবস্থা
দিনাজপুরের ঘোড়াঘাট থেকে | প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২১, ২২:৫০
বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দপুর গ্রামটি শুধু ৫ নম্বর ওয়ার্ড। জনবহুল গ্রামটির উত্তর ও পূর্ব দিক থেকে করতোয়া নদীর ভাঙ্গনে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন একমাত্র এই পাকা সড়কটি। ঘোড়াঘাটে পার্বতীপুর-কুলানন্দপুর সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠিয়ে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে সড়কে ইজিবাইক সহ অটো ভ্যান ও মাইক্রোবাস গুলো যাত্রীদের মাঝে মাঝে নামিয়ে দিয়ে গর্তগুলো পার হতে হচ্ছে।
সড়কটি মেরামতের জন্য ২০১৯-২০২০ অর্থবছরে দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী দপ্তর থেকে টেন্ডার আহ্বান করা হয়। সড়কটি মেরামতের ব্যয় ধরা হয় ৮৩ লাখ ৯২ হাজার ১৩৭ টাকা। কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান অজ্ঞাত কারণে কাজটি মেরামত না করে ফেলে রাখে। ২০২০-২১ অর্থবছরেও সড়কটি মেরামত কাজ সম্পন্ন করার জন্য ঠিকাদার ওই ঠিকাদার প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়া হয়। এ অর্থবছরেও ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি না করায় তার জামানত ও অর্ডার বাতিল করে দেয় প্রকৌশল দপ্তর।
এ ব্যাপারে বুধবার এলজিইডি উপজেলা প্রকৌশলী নুরুন্নবী খানের সাথে কথা হলে তিনি জানান, সড়কটি মেরামতের জন্য ২০২১-২২ অর্থবছরে পুনরায় টেন্ডারের জন্য উপজেলা প্রকৌশল দপ্তর থেকে প্রাক্কলন দেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরে হয়তো টেন্ডার আহ্বান করা হতে পারে।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।