সুদের টাকার জন্য দোকান কর্মচারীকে মারপিট

দিনাজপুরের ঘোড়াঘাট থেকে | প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২১, ২৩:৪১

ঘোড়াঘাটে এক দাদন ব্যবসায়ী সুদের টাকা না পাওয়ায় এক দোকান কর্মচারীকে তুলে নিয়ে গিয়ে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই ও বেদম মারপিট সহ সাদা ষ্ট্যাম্পে স্বাক্ষর নেয়ায় থানায় এজাহার দাখিল

দিনাজপুরের ঘোড়াঘাটে এক দাদন ব্যবসায়ী তার চক্রবৃদ্ধি সুদের টাকা না পাওয়ায় এক দোকান কর্মচারীকে দোকানের পাশ থেকে তুলে নিয়ে গিয়ে দোকান কর্মচারীর নিকট থাকা বকয়ো কালেকশনের সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই করে তাকে বেদম মারপিট সহ সাদা ষ্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার থানায় এজাহার হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন সুশিল জানান, জানুয়ারী মাসে সে তার একমাত্র প্রতিবন্ধী সন্তানের চিকিৎসার জন্য হুমায়ুনের নিকট থেকে প্রতিদিন হাজারে ২০ টাকা লাভ দিতে চেয়ে ২৫ হাজার টাকা গ্রহণ করেন। ঘটনার দিনে হুমায়ুন পূর্ব পরিকল্পিতভাবে তাকে দোকানে প্রবেশ করার আগেই অপহরণ করে। এ ব্যাপারে রোকন এন্টারপ্রাইজের প্রোঃ এজাজ্ আহম্মেদের সাথে কথা হলে তিনি স্বীকার করেন যে, তার নিকট দোকানের কালেকশনের টাকা ছিল।

এ ঘটনায় সুশিল রায় বাস্কে বাদী হয়ে শনিবার তার ভাইয়ের মাধ্যমে ঘোড়াঘাট থানায় একটি এজাহার দাখিল করেছেন। এজাহার দাখিলের সত্যতা ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা ওসি তদন্ত মমিন উদ্দিন মন্ডল স্বীকার করেছেন। তিনি জানান, তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ক্যাপশনঃ ঘোড়াঘাট হাসপাতালে চিকিৎসাধীন দোকান কর্মচারী সুশিল রায় বাস্কে

এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top