সৈয়দপুরে মুক্তিযোদ্ধার জমি রাজাকারের দখলে!
নীলফামারী থেকে | প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২১, ২৩:৫২
নীলফামারীর সৈয়দপুরে বীর প্রতীক মুক্তিযোদ্ধার বসতভিটার জমি জোরপূর্বক দখলে নিয়ে ইমারত নির্মাণ করেছে তালিকাভুক্ত এক রাজাকার পরিবার। আইন-আদালত ও স্থানীয়ভাবে সুরাহা না হওয়ায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারটি।
শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে শহরের কয়াগোলাহাট পুলিশ ফাঁড়ি এলাকায় বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক মতিউর রহমানের বাড়িতে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বীর প্রতীকের স্ত্রী সাবেক শিক্ষিকা কোহিনুর বেগম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার স্বামী বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও মহান মুক্তিযুদ্ধের বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত একজন বীর মুক্তিযোদ্ধা। কিন্তু প্রতিবেশী তালিকাভুক্ত রাজাকার ইদ্রিস ও তার সাত ছেলে কামাল আহমেদ, সেলিম আহমেদ, নাঈম আহমেদ, কলিম আহমেদ, ফাহিম আহমেদ, জামাল আহমেদ ও জামিল আহমেদ বসত ভিটার উত্তর অংশ টিনের চালা বাড়িয়ে দিয়ে জোর পূর্বক দখলে নেওয়ার চেষ্টা করে।
এ নিয়ে ২০১০ সালের ৫ জুলাই আমরা তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করি। পরে তারা টিনের চালা খুলে ফেলে। কিন্তু দখল ছেড়ে না দিয়ে তারা আবার ওই জায়গাটি দখলে নিয়ে ইমারত নির্মাণ শুরু করে। পেশীশক্তির বলে তারা আমাদের ওপর জুলুম- নির্যাতন অব্যাহত রেখেছে। বাঁধা দিতে গেলে গালিগালাজ ও হুমকি দিচ্ছে বলে তিনি উল্লেখ খরেন। বসতভিটার জমি উদ্ধারে সৈয়দপুর পৌরসভায় ৩ দফা অভিযোগ করেও কোন প্রতিকার মিলেনি। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আপোষের নামে সময় নষ্ট করছেন বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা বীরপ্রতীক মতিউর রহমান বলেন, একজন তালিকাভুক্ত রাজাকারের এ ধরণের আচরণ সত্যি অবাক করার মতো। আসলে আমরা কোথায় বাস করছি? সশস্ত্র যুদ্ধ করে দেশ স্বাধীন করার পরও মনে হচ্ছে আমরা এখনও পরাধীন।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: নীলফামারী
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।