রামেকে করোনার উপসর্গে মৃত ১০ জন
রাজশাহী থেকে | প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২১, ২০:৩০
২৪ ঘণ্টায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যু হয়েছে আরও ১০ জনের। রোববার সকাল ৮টা থেকে সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে ১০ জনই মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ১০ জনের মধ্যে রাজশাহীর ৬, নাটোরের ১ ও নওগাঁর ৩ জন আছেন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২৪ জন। বর্তমানে রামেক হাসপাতালে ২৮৬টি করোনা ডেডিকেটেড শয্যায় ১৩৩ জন রোগী ভর্তি আছেন।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।