বৃহঃস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

পলাশবাড়ীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাইবান্ধার পলাশবাড়ী থেকে | প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৬

পলাশবাড়ীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত।

গাইবান্ধার পলাশবাড়ীর করতোয়া নদীর হাজিরঘাটে অনুষ্ঠিত হয়েছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা দুর-দূরান্ত থেকে ছুটে এসে ভিড় জমায় দেখতে হাজার হাজার দর্শনার্থী।

গ্রাম-বাংলার ঐতিহ্য ধরে রাখতে ১ সেপ্টেম্বর বুধবার বিকেলে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের হাসান খোড় করতোয়া স্পোর্টিং ক্লাব খেলাটির আয়োজন করে এই নৌকা বাইচের। ঐতিহ্যবাহী নৌকা প্রতিযোগিতা খেলায় অংশ নেয় গোবিন্দগঞ্জের বিশ্বনাথপুর মায়ের দোয়া পাগলা বাবা নৌকার অধিনায়ক আঃ গফুর প্রধান ও গোবিন্দগঞ্জ কামারপাড়া চরের সোনার বাংলা নৌকার অধিনায়ক কোব্বাছ আলী।

অংশ নেওয়া দুই গ্রুপের নৌকাই বিচিত্র সাজ সজ্জায় মনোমুগ্ধকর করে সাজিয়েছে।বিভিন্ন সাজে নেচে গেঁয়ে নৌকা প্রতিযোগিতায় আনন্দে মেতে উঠেছেন তারা। নৌকা বাইচ দেখতে নদীর দুই ধারে লক্ষ করা যায় হাজার হাজার কিশোর-কিশোরী, নারী-পুরুষ দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। আফতাব নামে এক দর্শনার্থী জানান,এই খেলা দেখতে আমরা অন্য এলাকায় যাই। আগামী যাতে অন্য কোথাও যেতে না হয় সেজন্য আয়োজক কমিটি যেন প্রতিবছরই এ খেলা অব্যাহত রাখে।

এদিকে পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ ও ঘোড়াঘাট পৌর মেয়র আব্দুস ছাত্তার মিলন জানান, আমরা উভয় উপজেলার মিলে অতি স্বল্প সময়ের মধ্যে জাঁক-জমোকপুর্নভাবে এই ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা দেবো। তাছাড়া প্রতি বছর এ খেলা এই নদীতে অনুষ্ঠিত হবে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top