রাজবাড়ীর ২১ শিক্ষাপ্রতিষ্ঠান পানিবন্দি, পাঠদান নিয়ে শঙ্কা
রাজবাড়ী থেকে | প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২১, ২১:০৭
রাজবাড়ীতে বন্যার পানিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলের ২১টি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান। ১২ সেপ্টেম্বর সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তে রাজবাড়ীর পানিবন্দি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রাথমিক শিক্ষা হোসনে ইয়াসমিন করিমী এসব তথ্য জানান।
সদর উপজেলার বরাট ইউনিয়নের ৬ নম্বর কাঠুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, দুতলা বিশিষ্ট এ বিদ্যালয়টির অবস্থান পদ্মা নদী থেকে মাত্র ২০ ফুট দূরে। পদ্মার পানি বাড়ায় বিদ্যালয়ের চারপাশ দিয়ে ঢুকছে পানি। নিচতলা সাইক্লোন সেন্টার হিসেবে ব্যবহার হওয়া বিদ্যালয়টির দু’তলায় শিক্ষার্থীদের পাঠদান দেওয়া হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী আরো জানান, জেলার নিম্নাঞ্চলের ২১টি বিদ্যালয় এখন পর্যন্ত প্লাবিত হয়েছে। এরমধ্যে গোয়ালন্দে বেশি। এসব বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও বিদ্যালয় প্রাঙ্গণ থেকে পানি না নামা পর্যন্ত বন্ধ থাকবে পাঠদান কার্যক্রম। তবে এখন পর্যন্ত জেলার কোন মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা প্লাবিত হবার খবর পাওয়া যায়নি।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: রাজবাড়ী
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।