সৈয়দপুরে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে আ’লীগ পরিবারকে হেনস্থার অভিযোগ

নীলফামারী থেকে | প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৮

সৈয়দপুরে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে আ’লীগ পরিবারকে হেনস্থার অভিযোগ

আদালতের মাধ্যমে জমির বিরোধ নিষ্পত্তি হয়েছে। কিন্তু ওই জমিকে কেন্দ্র করে ইদ্রিস আলী নামে এক প্রতিবেশী প্রতিপক্ষকে ঘায়েল করতে নতুন কৌশল অবলম্বন করেছেন এক মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধার খেতাব ব্যবহার করে প্রতিবেশী আওয়ামী লীগ নেতার পরিবারকে রাজাকার আখ্যা দিয়ে হেনস্থা করতে অপপ্রচার করা হচ্ছে। সোমবার (৬ আগস্ট) দুপুরে অভিযুক্ত ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সংবাদ সম্মেলনে প্রতিপক্ষের মিথ্যাচারের ওই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে সৈয়দপুর ২নং পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্যানেল মেয়র হিটলার চৌধুরী ভলু বলেন, ইদ্রিস আলীর পুত্র কামাল আহমেদ ওয়ার্ড আওয়ামী লীগের ত্যাগী নেতা। তাঁর বাবাকে রাজাকার বলে অপবাদ ছাড়ানো হচ্ছে। প্রতিপক্ষ মতিউর রহমান বীর মুক্তিযোদ্ধা খেতাব ব্যবহার করে আওয়ামী পরিবারকে অযথা হয়রানি করছেন। প্রতিপক্ষ এ হয়রানি বন্ধ না করলে ওয়ার্ড আওয়ামী লীগ আন্দোলনে নামবে বলে ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ডাব্লু, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক চৌধুরী প্রমুখ।

এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top