এক হাতেই সংসারের চাকা ঘোরাচ্ছেন পাবনার অরুণ দাশ

পাবনা থেকে | প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২১, ২২:৪১

এক হাতেই সংসারের চাকা ঘোরাচ্ছেন পাবনার অরুণ দাশ

৩৩ বছর আগে চাললে শ্রমিকের কাজ করতে গিয়ে মেশিনের ফিতায় লুঙ্গী জড়িয়ে দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ডান হাত। আঘাত পান ডান পায়েও। তারপর থেকে দু:সহ জীবন যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন পাবনার চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা গ্রামের মৃত নরেন চন্দ্রের ছেলে অরুণ দাশ (৪৯)। এক হাতেই আবার কাজ শুরু করেন জীবন সংগ্রাম। এভাবে ২/৩ বছর কাজ করার পর মিলটি বন্ধ হয়ে যায়।

১৯৯৫ সালে তিনি বিয়ে করেন তুলসী রানী (৩৫) কে। ছেলে সন্তানের আশায় তাদের সংসারে একে একে ৬টি কন্যা সন্তান জন্ম নেয়। তার মধ্যে ৩ মেয়েকে বিয়ে দিয়েছেন এনজিও থেকে ঋণ নিয়ে। ইচ্ছা ছিল ছেলে সন্তান হলে সে চাকুরী করে সংসারের হাল ধরবে। কিন্তু সে স্বপ্ন পূরণ হয়নি তাদের। তিন মেয়েকে বিয়ে দেয়ার পর বর্তমানে আরো ৩ মেয়ে, স্ত্রী ও মাকে নিয়ে ছয়জানের সংসার চালান অরুণ দাশ।

অরুণ দাশ বলেন, বিয়ের এক বছর পর কি করবো ভেবে না পেয়ে এক হাত দিয়েই বাঁশ দিয়ে হাঁস-মুরগী টুপা তৈরি করে বিভিন্ন হাটে ও গ্রামে বিক্রি শুরু করি। দিনে ৫/৭টি টুপা তৈরি করতে পারেন। প্রতিটি টুপা বিক্রি করেন ৬০ টাকায়। অরুণ দাশের কাজে তার মা ও স্ত্রী সহযোগিতা করেন। বাঁশ কিনে আনা থেকে শুরু করে কাটা তৈরি সব এক হাতে করেন তিনি।

কখনও না খেয়েও দিন কাটাতে হয়েছে তাদের। পাটখড়ির বেড়া দিয়ে ভাঙ্গাচোরা ঘর কোনো রকমে মাথা গুঁজে পড়ে থাকছেন। সমিতি থেকে ঋণ নিয়ে তিনি বাঁশের টুপা তৈরি করে জীবন সংসারের চাকা ঘোরাচ্ছেন। এমন পরিস্থিতিতে তিনি চাইলেন সরকারি, বেসরকারি সহযোগিতা এবং সমাজের বিত্তবান দয়ালু মানুষের সহানুভূতি। একটু সহযোগিতায় করোনার এই দু:সময়ে সংসারে সচ্ছলতা ফিরবে এমন আশা অরুণ দাশের।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: পাবনা


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top