• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


কোটালীপাড়ায় সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ

গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে | প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২১, ২২:০০

কোটালীপাড়ায় সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার কাকডাঙ্গা গ্রামে অবস্থিত পিঞ্জুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ শিকদারের অস্থায়ী কার্যালয়ে বসে এলজিএসপি-৩ এর অর্থায়নে ২৬জন দরিদ্র নারীর মাঝে ২৬টি সেলাই মেশিন ও ১২জন শিক্ষার্থীর মাঝে ১২টি বাইসাইকেল বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ করেন। ইউপি চেয়ারম্যান আবু সাইদ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে গোপালগঞ্জ ডিডিএলজি আরিফুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ইকবাল হোসেন ভার্চুয়ালি বক্তব্য রাখেন।

পিঞ্জুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ শিকদার বলেন, বিগত দিনে আমি আমার পরিষদ ও ব্যক্তিগত পক্ষ থেকে ইউনিয়নের দরিদ্র জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক কাজ করেছি। এরই অংশ হিসেবে এলজিএসপি-৩ এর অর্থায়নে-২৬জন দরিদ্র নারীর মাঝে ২৬টি সেলাই মেশিন ও ১২জন শিক্ষার্থীর মাঝে ১২টি বাইসাইকেল বিতরণ করলাম। আমাদের এ ধরণের কর্মকান্ড আগামীতে অব্যাহত থাকবে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top