পাবনায় গণপূর্ত বিভাগের প্রকৌশলীকে শারীরিক ভাবে লাঞ্ছিত
পাবনা থেকে | প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২১, ২২:৫৫
পাবনা গণপূর্ত বিভাগের উপ-সহকারী বিভাগীয় প্রকৌশলী আব্দুস সাত্তারকে শারীরিক ভাবে লাঞ্ছিত করার ঘটনায় ঠিকাদার মোকছেদুল আলম নয়নের (৪৫) বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, নূর কনস্ট্রাকশনের মালিক মোকছেদুল আলম নয়নের বিরুদ্ধে সরকারী কাজে বাঁধা, পাবনা গণপূর্ত বিভাগের উপ-সহকারী বিভাগীয় প্রকৌশলী আব্দুস সাত্তারকে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে পাবনা থানায় মামলা মামলা দায়ের হয়েছে।
এ বিষয়ে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দীন বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যেহেতু ওই ঠিকাদার গণপূর্ত বিভাগে কাজ করেন তার বিরুদ্ধে বিভাগীয় ভাবে কোন ব্যবস্থা নেয়া হবে কিনা বা তার কাজের লাইসেন্স বাতিল করা হবে কিনা সেটির সিদ্ধান্ত এখনো অসেনি। তবে সরকারে কাজে বাধা প্রদান ও সরকারি কর্মকর্তাকে অফিসে ঢুকে গায়ে হাত দেয়া এটা সত্যিই দুঃখ জনক ঘটনা। আমরা আইনগত ভাবে এর ব্যবস্থা নেয়ার জন্য কাজ করছি।
ঠিকাদার মোকছেদুল আলম নয়ন বলেন, উপ-সহকারী বিভাগীয় প্রকৌশলীর সঙ্গে একটু ভুল বোঝা বুঝি হয়েছিল সেটি ঠিক হয়ে গেছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: পাবনা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।