শ্রমিক নেতা হিসেবে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি - শাহজাহান খান

সুনামগঞ্জ থেকে | প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২১, ২৩:১০

এমপি শাহজাহান খান

গেল ৫০ বছর ধরে অত্যন্ত সুশৃঙ্খল শ্রমিক সংগঠন হিসেবে জনসেবায় নিয়োজিত রয়েছে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন। পরিবহন সেক্টরটি জনসেবায় নিয়োজিত একটি প্রতিষ্ঠান। সোমবার দুপুরে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার (পাবলিক লাইব্রেরী মিলনায়তনে) সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় শ্রমিকদের কল্যাণে অনেক ভাল ভাল কাজ করা হয়েছে। শ্রমিকদের স্বার্থ নিয়ে কেউ ছিনিমিনি খেলা খেলতে পারেন না। শ্রমিকদের স্বার্থ বিরোধী আইনগুলো সংশোধন করার লক্ষে শ্রমিক ফেডারেশন কাজ করছে। আমি নিজেকে শ্রমিক নেতা হিসেবে স্বাচ্ছন্দ্যবোধ করি। শ্রমিকদের কল্যাণের কথা বিবেচনা করে অনেক আইন পরিবর্তন করা হয়েছে। আইন ছাড়া দেশ চলতে পারে না। আইনের প্রতি শ্রদ্ধা রেখে পরিবহন শ্রমিক ভাইয়েরা গাড়ি চালাবেন। সাবধানে গাড়ি চালাবেন। মাদক থেকে দুরে থাকবেন। সম্প্রীতি বিনষ্টে কাজ করবেন না। আমি একজন সংগ্রামী শ্রমিক সংগঠক। ফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী আমরা পরিচালিত হবো।'

জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি যুবাইল কবীর-এর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল হকের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান বক্তার হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো.ওসমান আলী।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top